বাংলাদেশ

কেমন চলছে পূজাদের দিনকাল

নাম দিয়ে যায় চেনা। তবে ক্ষেত্রবিশেষে দ্বিধাও তৈরি করে বৈকি! এই যেমন ঢাকাই শোবিজে এমন কয়েকটি নাম রয়েছে, যেগুলো দিয়ে নির্দিষ্ট একজনকে চেনা দায়। তেমনই একটি নাম পূজা। এই এক নামেই রয়েছেন বেশ কয়েকজন—কেউ চলচ্চিত্রের, কেউ গানের, তো কেউ নৃত্যের।

এর মধ্যে থেকে চারজন নিজ নিজ ক্ষেত্রে প্রতিভার সাক্ষর রেখেছেন। তাঁরা কেমন আছেন, কী করছেন? লিখেছেন কামরুল ইসলাম।বিজ্ঞাপনে সরব, ছবির জন্য অপেক্ষা পূজা চেরীর

শোবিজে পূজা নামটি উচ্চারিত হলেই যার চেহারা শুরুতেই ভেসে ওঠে, তিনি পূজা চেরী। ১১ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে অভিনয়ে আগমন।আর প্রধান চরিত্রে পর্দায় আসেন ১৮ বছর বয়সে, ‘নূরজাহান’ ছবির মাধ্যমে। গ্ল্যামার আর অভিনয় দুটোর সমন্বয়ে অল্প সময়েই শক্ত অবস্থান করে নেন। উপহার দিয়েছেন ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘শান’-এর মতো ছবি। মসৃণ এই পথচলার মধ্যে আচমকা ঝড় আসে তাঁর জীবনে।

সিনিয়র সহশিল্পীর সঙ্গে প্রেমের গুজবে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছিলেন। এর কিছু দিন পরেই এই মার্চে মাকে হারিয়েছেন অভিনেত্রী। মানসিকভাবে বেশ ভেঙে পড়েন পূজা। ক্যারিয়ারের শুরু থেকেই ছায়াসঙ্গী হিসেবে ছিলেন মা। সে ধাক্কা অনেকটা সামলে নিয়েছেন ‘হৃদিতা’ অভিনেত্রী।

গেল দুই ঈদেই তাঁর ছবি (লিপস্টিক ও আগন্তুক)এসেছে। দুটি ছবির প্রচারণা করেছেন পেশাদার শিল্পী হিসেবেই। নতুন দুটি ছবির শুটিং সেরে রেখেছেন পূজা। একটি সৈকত নাসিরের ‘মাসুদ রানা’, অন্যটি আলোক হাসানের ‘নাকফুল’।

মাঝে মাস দুয়েক দেশের পরিস্থিতি উত্তাল ছিল। সে সময়ও শুটিং করেছেন পূজা। তবে সিনেমা নয়, বিজ্ঞাপনচিত্রের। আগস্টের প্রথম সপ্তাহে ইফতেখার চৌধুরীর একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করেন। এ ছাড়া যে প্রতিষ্ঠান পূজাকে শিশুশিল্পী থেকে নায়িকা করেছে, সেই জাজ মাল্টিমিডিয়ার সঙ্গেও তাঁর দ্বন্দ্ব মিটেছে জুলাইতে। খবর এসেছে, প্রতিষ্ঠানটির নতুন ছবিতে দেখা যাবে তাঁকে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি। এদিকে সম্প্রতি নতুন দুটি ছবিতে যুক্ত হয়েছেন পূজা। সংগত কারণেই নাম-পরিচালক-সহশিল্পীর তথ্য প্রকাশ করেননি। অক্টোবর-নভেম্বর নাগাদ শুটিংয়ে ফিরবেন বলেও আশা করছেন তিনি।নিজের চ্যানেলে নজর বাঁধন সরকার পূজার

২০০৮-এ ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ দিয়ে সংগীতাঙ্গনে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। দুই বছর পর প্রথম একক অ্যালবাম ‘প্রজাপতি মন’ নিয়ে আসেন বাঁধন সরকার পূজা। এরপর থেকে অডিও, প্লেব্যাক ও নাটকের গানে নিয়মিত কণ্ঠ দিয়েছেন তিনি। তাঁর গাওয়া বেশ কয়েকটি গান হয়েছে শ্রোতাপ্রিয়। এর মধ্যে রয়েছে ‘কেন বারে বারে’, ‘মানে না মন’, ‘দূরে দূরে’, ‘তুমি আমার’, ‘একটাই তুমি’ শিরোনামের গান। যদিও সাম্প্রতিক সময়ে সে জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছে। তবে জোয়ার-ভাটার রীতি মেনে গানটাই করে যেতে চান এই গায়িকা। সম্প্রতি দেশের বন্যার্ত মানুষের সহযোগিতায় বেশ কয়েকটি কনসার্ট করেছেন তিনি। পূজা বলেন, ‘ধানমণ্ডির রবীন্দ্র সরোবর, আগারগাঁওয়ের সরকারি সংগীত কলেজ ও মিরপুরের প্যারিস রোড মাঠে কনসার্ট করেছি। টিকিট ও অনুদানের সব অর্থ দেওয়া হচ্ছে বন্যার্ত মানুষকে। সাম্প্রতিক ব্যস্ততা বলতে এটাই। আর সিনেমা ও নাটকের জন্য বেশ কিছু গান করা আছে। পরিস্থিতির কারণে আটকে রয়েছে এগুলো। এ ছাড়া আমি নিজের ইউটিউব চ্যানেলের জন্য কিছু গান রেডি করে রাখছি। সব সময় কম্পানির গান করেছি। কিন্তু এখন আমার উপলব্ধি হয়েছে, নিজের চ্যানেলও দাঁড় করানো উচিত। তাই গান তৈরি করছি। এখনো প্রকাশের দিনক্ষণ ঠিক করিনি। পরিবেশ স্বাভাবিক হলে এক এক করে ছাড়ব।’