বাংলাদেশ

ব্যারিস্টার সুমন গ্রেফতার হওয়ার ভুয়া দাবি প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, পাঁচ বছর আগে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা হওয়ার খবরকে ভুয়া তথ্যসহ নতুন করে প্রচার করা হচ্ছে।সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনের নামে মামলা হয়েছে এবং এর প্রেক্ষিতে তিনি গ্রেফতার হয়েছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে। গত ৩ জুন 'ব্যারিস্টার সুমন' নামের একটি ফেসবুক পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে বলা হয়, "এই মাত্র গ্রেফতার ব্যারিস্টার সুমন। ফাটাকেস্ট ব্যারিস্টার সুমন এর নামে মামলা"। শেয়ার করা ভিডিওটিতে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা হওয়া সংক্রান্ত টেলিভিশন সংবাদের ক্লিপ প্রচার করতে দেখা যায়। উক্ত সংবাদের ক্লিপে সংবাদ পাঠিকাকে বলতে শোনা যায়, "ফেসবুকে হিন্দুধর্মাবলম্বীদের কটূক্তি করার অভিযোগে সুপ্রিমকোর্টের আইনজীবী সায়েদ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস শামস জগলুলের আদালতে মামলাটি করেন গৌতম কুমার এডবর নামে এক ব্যক্তি। তাকে আইনী সহায়তা দিচ্ছেন হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সুমন কুমার রায়"।

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনের নামে মামলা হয়েছে এবং এর প্রেক্ষিতে তিনি গ্রেফতার হয়েছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে। গত ৩ জুন 'ব্যারিস্টার সুমন' নামের একটি ফেসবুক পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে বলা হয়, "এই মাত্র গ্রেফতার ব্যারিস্টার সুমন। ফাটাকেস্ট ব্যারিস্টার সুমন এর নামে মামলা"। শেয়ার করা ভিডিওটিতে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা হওয়া সংক্রান্ত টেলিভিশন সংবাদের ক্লিপ প্রচার করতে দেখা যায়। উক্ত সংবাদের ক্লিপে সংবাদ পাঠিকাকে বলতে শোনা যায়, "ফেসবুকে হিন্দুধর্মাবলম্বীদের কটূক্তি করার অভিযোগে সুপ্রিমকোর্টের আইনজীবী সায়েদ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস শামস জগলুলের আদালতে মামলাটি করেন গৌতম কুমার এডবর নামে এক ব্যক্তি। তাকে আইনী সহায়তা দিচ্ছেন হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সুমন কুমার রায়"।

ফ্যাক্ট চেক: বুম বাংলাদেশ দেখেছে, দাবিটি সঠিক নয়। সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনের বিরুদ্ধে ২০১৯ সালে হওয়া একটি মামলা সংক্রান্ত সংবাদের ক্লিপ প্রচার করে ব্যারিস্টার সুমনের গ্রেফতার হওয়ার বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। কি-ওয়ার্ড সার্চ করে যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২২ জুলাই "ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে হিন্দু ধর্মালম্বীদের কটুক্তির অভিযোগ | Jamuna TV" শিরোনামে আপলোডকৃত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। উক্ত সংবাদের ৮ সেকেন্ড থেকে পাঠিকাকে বলতে শোনা যায়, "ফেসবুকে হিন্দুধর্মাবলম্বীদের কটূক্তি করার অভিযোগে সুপ্রিমকোর্টের আইনজীবী সায়েদ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস শামস জগলুলের আদালতে মামলাটি করেন গৌতম কুমার এডবর নামে এক ব্যক্তি। তাকে আইনী সহায়তা দিচ্ছেন হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সুমন কুমার"। যমুনা টিভি ও আলোচ্য ভিডিওর উপস্থাপক এবং খবরের বিষয়বস্তু একই।

ব্যারিস্টার সুমনের নামে উক্ত মামলা হয়েছিল কি-না জানতে কি-ওয়ার্ড সার্চ করে জানা যায়, ২০১৯ সালের জুলাই মাসে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। তবে পরবর্তীতে তাকে এই মামলা থেকে অব্যাহতি দেন আদালত। অর্থাৎ ২০১৯ সালে ব্যারিস্টার সায়েদুল হক সুমনের বিরুদ্ধে হওয়া একটি মামলার সংবাদ প্রচার করে ব্যারিস্টার সুমন গ্রেফতার হয়েছেন বলে দাবি করে প্রচার করা হচ্ছে। এদিকে, সম্প্রতি ব্যারিস্টার সুমন গ্রেফতার হয়েছেন কি না জানতে কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা আজকের পত্রিকার অনলাইন ভার্সনে গত ২ জুন প্রতিমন্ত্রীর মাথায় ছিল ঘূর্ণিঝড়, নির্বাচনের আইন না: ব্যারিস্টার সুমন শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে ব্যারিস্টার সুমনকে গত ২ জুন আদালত প্রাঙ্গনে পেশাগত কাজে নিয়োজিত থাকার খবর পাওয়া যায়। এছাড়াও তাকে সম্প্রতি গ্রেফতারের কোনো সংবাদও গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। সুতরাং পাঁচ বছর আগে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে হওয়া মামলার খবরের ভিডিওক্লিপ প্রচার করে তাকে গ্রেফতার করা হয়েছে বলে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।