আন্তর্জাতিক

ইসরায়েল–হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা: এখন কী হতে পারে

ইসরায়েলে বড় পরিসরে হামলার প্রস্তুতি নিচ্ছিলেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধারা। ইসরায়েলের দাবি, এমন তথ্য পেয়েই গত রোববার ভোররাতে আগেভাগে তারা লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থানে হামলা চালায়।

লেবাননে ইসরায়েলের এই হামলার পর জবাব দিতে সময় নেয়নি হিজবুল্লাহ। তারা রোববার সকালে ইসরায়েলের বিভিন্ন সামরিক ও গোয়েন্দা স্থাপনা নিশানা করে তিন শতাধিক রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়ে।

হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ বলেন, গত জুলাইয়ের শেষ দিকে লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়ে তাঁর সংগঠনের কমান্ডার ফুয়াদ শোকরকে হত্যা করে ইসরায়েল। এর মধ্য দিয়ে ইসরায়েল সীমা অতিক্রম করেছে। শোকর হত্যার বদলা নিতে ইসরায়েলে হামলার আদেশ দেওয়া হয়।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

৮ অক্টোবর থেকে ইসরায়েল-হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটতে দেখা গেছে।

হিজবুল্লাহ বলেছে, গাজা যুদ্ধ থেকে ইসরায়েল সরে না আসা পর্যন্ত তাদের এমন হামলা বন্ধ হবে না।

এর মধ্যে গত রোববার দুই পক্ষের মধ্যে ব্যাপকভিত্তিক পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটল।

বিষয়টি নিয়ে আল-জাজিরার পক্ষ থেকে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা হয়েছে। বেশ কিছু প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করা হয়েছে। উত্তরগুলো জেনে নেওয়া যাক।

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে লেবাননের একটি শহর। ২৫ আগস্ট ২০২৪

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে লেবাননের একটি শহর। ২৫ আগস্ট ২০২৪ছবি: রয়টার্স

হিজবুল্লাহর অস্ত্রভান্ডার ধ্বংসের দাবি

ইরান-সমর্থিত হিজবুল্লাহর অস্ত্রভান্ডারে ১ লাখ ২০ হাজার থেকে ২ লাখ রকেট থাকার তথ্য পাওয়া যায়।

গত অক্টোবরের পর থেকে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা নিশানা করে প্রায় ৮ হাজার রকেট ছুড়েছে হিজবুল্লাহ।

ইসরায়েল দাবি করেছে, তারা হামলা চালিয়ে হিজবুল্লাহর হাজারো রকেট ধ্বংস করে দিয়েছে।

অন্যদিকে হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলের ১১টি সামরিক ঘাঁটি নিশানা করে তারা প্রায় ৩৪০টি কাতিউশা রকেট ছুড়েছে।

হাসান নাসরুল্লাহ বলেন, ইসরায়েল দাবি করে, এ অঞ্চলে তাদের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আছে। কিন্তু ইসরায়েলের দাবি মিথ্যা। হিজবুল্লাহর হামলার মধ্য দিয়ে ইসরায়েলের দুর্বলতার লক্ষণ প্রকাশ পেয়ে গেছে।

বৈরুতের লেবানিজ-আমেরিকান ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ইমাদ সালামি বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ইসরায়েলের দাবি অতিরঞ্জন হতে পারে। কেননা, ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর যোদ্ধাদের উল্লেখযোগ্যভাবে হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এই বিশ্লেষক আরও বলেন, তবে এত এত রকেট ধ্বংসের দাবি যদি সত্যি হয়ে থাকে, তাহলে হিজবুল্লাহর অস্ত্রভান্ডার দুর্বল হয়ে পড়তে পারে। বিষয়টি হিজবুল্লাহর দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের সক্ষমতাকে সীমিত করে দিতে পারে।

আরও পড়ুন

১০ মাসের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষে জড়াল হিজবুল্লাহ ও ইসরায়েল

২৬ আগস্ট ২০২৪

১০ মাসের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষে জড়াল হিজবুল্লাহ ও ইসরায়েল

এটা কি সর্বাত্মক যুদ্ধ

না। এটা ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধ নয়।

গত ৮ অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ৯৭ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। নিহতের সংখ্যা অন্তত ৫৬৬। এর মধ্যে ১৩৩ জন বেসামরিক মানুষ।

গত রোববার ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলের অন্তত ৩০টি গ্রাম ও শহরে হামলা চালিয়েছে। গত অক্টোবরের পর লেবাননে এটাই ইসরায়েলের সবচেয়ে বড় বিমান হামলার ঘটনা।

আরও পড়ুন

গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কায়রোতে সমঝোতা হলো না

২৬ আগস্ট ২০২৪

গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কায়রোতে সমঝোতা হলো না

অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলে তারা শুধু সামরিক স্থাপনা নিশানা করে হামলা চালিয়েছে। তারা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো এড়িয়েছে।

গত ৩০ জুলাই হিজবুল্লাহ কমান্ডার শোকরকে হত্যা করা হয়। মূলত তারপর থেকেই ইসরায়েল ও তার মিত্ররা হিজবুল্লাহর দিক থেকে প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় দিন গুনছিল।

হিজবুল্লাহ বিবৃতি দিয়ে বলেছে, শোকর হত্যার বদলা নিতেই তারা গত রোববার ইসরায়েলে হামলা চালিয়েছে। প্রতিশোধমূলক এই হামলার ‘প্রথম পর্যায়’ তারা সফলভাবে শেষ করেছে। হামলার প্রভাব পর্যালোচনা করে তারা পদক্ষেপ নেবে।

বৈরুতের সেন্ট জোসেফ ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক করিম এমিলি বিতার আল-জাজিরাকে বলেন, এই দফার লড়াই আপাতত শেষ হয়েছে। এর অর্থ এই নয় যে আগামী সপ্তাহগুলোতে আর হামলার ঘটনা ঘটবে না।