বিনোদন

এডিডিতে আক্রান্ত আলিয়া

অ্যাটেনশন ডেফিসিট ডিজঅর্ডারে (এডিডি) আক্রান্ত বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। মার্কিন সাময়িকী আলুর-এর সঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।


অ্যাটেনশন ডেফিসিট ডিজঅর্ডারের সমস্যা থাকার কারণে তিনি মেকআপ করার জন্য ৪৫ মিনিটের বেশি সময় ব্যয় করতে পারেন না।

আলিয়ার কথায়, ‘এমন কিছু কাজ হওয়া দরকার, যা আপনি খুব দ্রুত শেষ করতে পারেন। আমার এডিডি আছে, তাই খুব বেশি সময় বিনিয়োগে আগ্রহ নেই। তাই এমন কিছু করতে হবে, তা দ্রুত ঘটবে।’

নিজের বিয়ের ঘটনা উল্লেখ করে আলিয়া আরও বলেন, ‘আমার বিয়ের দিন, মেকআপ আর্টিস্ট পুনিত (বি সাইনি) বলেছিলেন, “আলিয়া, এবার তোমার আমাকে দুই ঘণ্টা সময় দিতেই হবে।” আমি তাঁকে বলি, আপনি তাহলে কাজটাই হারাবেন। কারণ, আমার বিয়ের দিন, আমি আপনাকে কখনো দুই ঘণ্টা দেব না। কারণ, আমি আমার বিয়েটা উপভোগ করতে চাই।’

এডিডি সামলে কীভাবে কাজ করেন, তা নিয়ে অবশ্য সাক্ষাৎকারে বিস্তারিত জানাননি অভিনেত্রী।

আরও পড়ুন

মেট গালায় আলিয়া, আর কারা আলো ছড়ালেন

০৮ মে ২০২৪

মেট গালায় আলিয়া, আর কারা আলো ছড়ালেন

আলিয়া এখন আছেন নতুন ছবি ‘জিগরা’ মুক্তির অপেক্ষায়। বাসান বালা পরিচালিত


অ্যাকশন থ্রিলার সিনেমাটি আগামী ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আলিয়া ছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন বেদাং রায়না, আদিত্য নন্দা ও মনোজ পাওয়া।