খেলা

ফ্রিটজের হৃদয় ভেঙে ইউএস ওপেনের রাজা সিনার

১৮ বছর পর ইউএস ওপেনের ফাইনালে জায়গা করে নেয় যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজ। ফাইনালে ঘরের ছেলেকে সমর্থন দিতে আর্থার অ্যাশ স্টেডিয়ামে হাজির হয়েছিলেন হাজার হাজার মার্কিনিরা। তবে সমর্থকদের হতাশ করেছেন ফ্রিটজ। তাকে ৬-৩, ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেনের রাজা হলেন ইয়ানিক সিনার।

১৯৭৭ সালে আর্জেন্টিনার গিয়ের্মো ভিলাসের পর প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে একই মৌসুমে নিজের প্রথম দুটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন ২৩ বছর বয়সী সিনার। শুধু তাই নয়, ইউএস ওপেনের একক শিরোপা জেতা প্রথম ইতালিয়ান তিনি। এর আগে অস্ট্রেলিয়ান ওপেন জিতে শুরু হয়েছিল সিনারের।ইতিহাস গড়া ইউএস ওপেন জয়ের পর আবেগাপ্লুত সিনার সাফল্য উৎসর্গ করেছেন তার অসুস্থ আত্মীয়কে, ‘আমার আন্টির শরীর ভালো নেই। আমি জানি না, তিনি কত দিন বাঁচবেন। আমার জীবনে তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমার যদি একটিই চাওয়া থাকে, সেটি হচ্ছে তাঁর সুস্থ হয়ে ওঠা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি সম্ভব নয়।’

অন্যদিকে ঘরের মাঠে শিরোপা জিততে না পারায় দুঃখ প্রকাশ করেছেন টেলর ফ্রিটজ। তিনি বলেন, ‘আমি জানি, আমাদের দেশের মানুষ অনেক দিন ধরে একজন চ্যাম্পিয়নের অপেক্ষা করছে। আমি দুঃখিত যে এ বেলায় আমি সেটা পারলাম না।’