এমন কিছুরই অপেক্ষায় ছিলেন সাবরিনা

‘আমি সিদ্ধান্ত নিয়েই ওটা আপাতত খাচ্ছি না,’ ক্যাপাচিনো অর্ডার করে বললেন ‘এসপ্রেসো’ গায়িকা। কফি দিবস চলে গেছে, তবু আলাপের শুরুতেই কফির কথা বলার কারণটা বিশ্বসংগীতের শ্রোতারা বুঝে যাবেন। হচ্ছিল এ সময়ের আলোচিত গায়িকা সাবরিনা কার্পেন্টারের কথা। চলতি বছর বিশ্বসংগীতে নাটকীয় উত্থান ঘটেছে ২৫ বছর বয়সী এই মার্কিন গায়িকার। তাঁর গান ‘এসপ্রেসো’কে এ পর্যন্ত বছরের সবচেয়ে আলোচিত গান বললে কি ভুল বলা হয়? তাই সাবরিনার সঙ্গে আলাপের শুরুতেই কফির প্রসঙ্গটা তুলল টাইম। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এই সাময়িকীর ‘টাইম ১০০ নেক্সট ২০২৪’-এর তালিকায় স্থান করে নিয়েছেন সাবরিনা, সে উপলক্ষেই সাময়িকীটির সঙ্গে কথা বলেন তিনি। এক ‘এসপ্রেসো’ দিয়েই অনেক রেকর্ড ওলটপালট করে দিয়েছেন সাবরিনা। গত ১১ এপ্রিল মুক্তি পাওয়া গানটি যুক্তরাষ্ট্রসহ ২০টি দেশের টপ চার্টের শীর্ষে ছিল। মিউজিক স্ট্রিমিং সাইট স্পটিফাইতে এক বিলিয়ন স্ট্রিমিং হওয়া প্রথম গান এটি। গানটির জন্য এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে বর্ষসেরা গানের পুরস্কার জেতেন তিনি। এ ছাড়া তাঁর আরেকটি গান ‘প্লিজ প্লিজ প্লিজ’ও টপ চার্টগুলোয় ঝড় তোলে।এটি মূলত ‘এসপ্রেসো’র সিকুয়েল গান। এ গানের ভিডিওতে দেখা যায়, সাবরিনা গ্রেপ্তার হয়েছেন, ‘প্লিজ প্লিজ প্লিজ’ তাই শুরু হয় জেল থেকে। গানটির মিউজিক ভিডিও নিয়েও ব্যাপক আলোচনা হয়। কারণ, ভিডিওতে সাবরিনার সঙ্গে জুটি হন তাঁর বাস্তব জীবনের প্রেমিক আইরিশ অভিনেতা ব্যারি কিয়োগান। আলোচিত এ দুই গানই তাঁর ষষ্ঠ স্টুডিও অ্যালবাম ‘শর্ট অ্যান্ড সুইট’-এর। ২৩ আগস্ট মুক্তি পায় অ্যালবামটি।

২৫ বছর বয়সেই এমন সাফল্য পেলেও অবাক নন সাবরিনা। তিনি মনে করেন, শৈশব থেকে নিজেকে এভাবেই তৈরি করেছেন; এমন কিছুরই অপেক্ষায় ছিলেন। ‘ছোটবেলায় কত কিছুই না করার স্বপ্ন দেখেছিলাম। এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের পারফরম্যান্স দেখতাম, মনে মনে একদিন নিজেকেও সেখানে দেখার স্বপ্ন দেখতাম। আজকের এই সাফল্য আমার দীর্ঘ অধ্যবসায়ের ফল,’ বলেন সাবরিনা। এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস দেখে বড় হওয়া সাবরিনা এবারের আসরে পুরস্কার পেয়েছেন, পারফর্মও করেছেন; এ তথ্যও এত দিনে অনেকের জানা।